রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার মধ্যেই দেশের সর্বোচ্চ বিচারিক কর্মকর্তা প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি বিকেল ৫টার দিকে যমুনায় প্রবেশ করেন এবং বৈঠক শেষে সাড়ে ৫টার দিকে স্থান ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারব্যবস্থার স্বাধীনতা ও নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়াগত দিক নিয়ে আলোচনা হয়।
একই দিনে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও পৃথক দুটি দফায় বৈঠক করছেন। বিকেলে প্রথম দফায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদসহ বাম ও মধ্যপন্থী দলের নেতারা বৈঠকে অংশ নেন।
পরবর্তী দফায় সন্ধ্যায় ইসলামপন্থী দল ও সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা হয়। এতে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামসহ বেশ কয়েকটি দলের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার (২৪ মে) বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। ধারাবাহিক এই সংলাপের মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
একুশে সংবাদ/আ.ট/এ.জে