AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৭ এএম, ১৭ মে, ২০২৫

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্প সংলগ্ন একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন—তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫) এবং তাদের তিন মেয়ে তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিশা (৪)।

প্রতিবেশী মো. শরীফ জানান, তোফাজ্জল মিয়া একটি সিমেন্ট কারখানায় লেবার হিসেবে কাজ করেন। ঘটনার রাতে রান্নার সময় চুলায় দেয়াশলাই জ্বালানো মাত্রই ঘরের জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে তারা সবাই দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, মঞ্জুরার ৬৭ শতাংশ, তানজিলার ৬৬ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ এবং তানিশার ৩০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধদের সবাইকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

দগ্ধ পরিবারটি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামের বাসিন্দা। তারা বাড্ডার ওই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করছেন, ভবনে নিয়মিত গ্যাস লিকেজ হলেও তা মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে
 

Link copied!