AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৪ পিএম, ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, গাজীপুরে ১ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সারা দেশে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন–স্থাপনায় ফাটল দেখা গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এর মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৫।

ঢাকা
পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন পথচারী নিহত হয়েছেন। বেলা সোয়া ১১টার দিকে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন—সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের (মিটফোর্ড) শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজি আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)। মরদেহ তিনটি মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং নিচে পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস–পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

নরসিংদী
সদর উপজেলার গাবতলীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে ওমর (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পলাশের চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে দেয়াল ধসে মারা গেছেন কাজম আলী (৭৫)।
জেলার ছয়টি উপজেলায় প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ
রূপগঞ্জে দেয়াল ধসে মারা গেছে নবজাতক ফাতেমা। শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পের সময় সড়কের পাশের একটি দেয়াল ভেঙে পড়ে তিনজনের ওপর। ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়।

গাজীপুর
কালীগঞ্জের নাগরী ইউনিয়নে গাছ থেকে পড়ে সুজিৎ দাস (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ভূমিকম্পে গাছ দুলে তিনি নিচে পড়ে যান বলে স্থানীয়রা জানান।
এ ছাড়া এলাকার সাদেরগাঁও জামে মসজিদের দুটি গম্বুজ কাত হয়ে গেছে এবং বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা গেছে। নতুন নির্মিত সাদেরগাঁও স্কুলের ভবনেও ফাটল ধরা পড়েছে।

পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “ভূমিকম্পে বিভিন্ন স্থানে হতাহতের খবর পেয়েছি। পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তায় প্রস্তুত আছে।”

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!