পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও`র) সেরা রক্তদাতার স্বীকৃতিস্বরূপ সেরা রক্তযোদ্ধা-২০২৫ লাভ করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার মো. শরীফ আহমেদ জিন্নাহ।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের হলরুমে পিএসডিও`র পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
মো. শরীফ আহমেদ জিন্নাহ পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও`র) সদস্য ও ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাহেব আলীর ছেলে। অনুষ্ঠানে সংবর্ধনা প্রাপ্তির আনন্দঘন মুহূর্তে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
জানা যায়, পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও) একটি অরাজনৈতিক, অলাভজনক, সেবামূলক এবং সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় ও স্ব-প্রণোদিত হয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কারের আয়োজন করে থাকে।
পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও`র) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা, সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং ভাঙ্গুড়া উপজেলায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ২০২৫ সালের সেরা রক্তযোদ্ধা, সেরা সদস্য, সেরা উদীয়মান সদস্য ও মানবতার শ্রেষ্ঠ সন্তান হিসেবে সেরাদের পুরস্কৃত করা হয়।
এ সময় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মো. আহসানুল হাবীব, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হাই বাচ্চু, শরৎনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ সোহেল আজিজ মো. মহসিন আলী, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ সদর উদ্দিন, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক লোকমান হোসেন খান, পিএসডিও`র প্রধান উপদেষ্টা ওমর ফারুক, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনির এবং ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মানিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সেরা রক্তযোদ্ধা মো. শরীফ আহমেদ জিন্নাহ বলেন, "যেকোন স্বীকৃতিই আনন্দের। রক্ত দিলে মানুষের জীবন বাঁচে। আমি মানুষের ভালোর জন্য কাজ করতে চাই। সে জন্য রক্ত দিই। আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে পিএসডিও`র সভাপতি রুহুল আমিন ভাই ও সহকর্মীবৃন্দ। এটি শুধু পুরস্কার নয়, আমার কাছে এটি অনুপ্রেরণা এবং এগিয়ে চলার একটি উপজীব্য।"
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

