বাংলাদেশ থেকে বৈধ পথে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি সরকার। এই বিষয়ে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তিদোসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইতালি সরকার লিগ্যাল চ্যানেলে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। মানবপাচার রোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতে উভয় দেশ একযোগে কাজ করতে সম্মত হয়েছে।”
বৈঠকে উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং অভিবাসী কর্মীদের সুরক্ষা নিয়েও আলোচনা হয়েছে।
বর্তমানে ইউরোপে বৈধ অভিবাসনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকারের নানামুখী কূটনৈতিক উদ্যোগ চলমান রয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ইতালির সঙ্গে এই আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :