নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুল কাঠপট্টি এলাকার শাহ্-দেওয়ানবাগী ফার্নিচার মার্ট এলাকা থেকে ৭ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার (১ অক্টোবর) বিকেল আনুমানিক ৫:১৫ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে এএসআই মোঃ রাশেদুল ইসলাম ও তার সহকারী ফোর্সের সঙ্গে অভিযান চালিয়ে ওই এলাকায় মাদক কারবারি মোঃ হোসেন মনা (৪২) কে আটক করা হয়।
আটককৃত হোসেন মনা সিদ্ধিরগঞ্জ থানার বাগানবাড়ি, উত্তর আজিবপুর এলাকার মৃত আঃ লতিফ স্বর্ণকারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, এই ধরনের অভিযানের মাধ্যমে মাদক নির্মূলের চেষ্টা অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণকে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে হবে।
একুশে সংবাদ/এ.জে