শারদীয় দুর্গাপূজার বিসর্জনকে সামনে রেখে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, প্রতিমা বিসর্জনকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই।
বুধবার (১ অক্টোবর) বিকেলে বনানী পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, “যেখানে প্রতিমা বিসর্জন হবে, সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে। এ পর্যন্ত কোনো নিরাপত্তা বিঘ্নের তথ্য পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, নগরবাসীর সুরক্ষার জন্য নানা দিক থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে বিসর্জনের সময় যাতায়াত ও নদীপথে দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা সাঁতার জানেন না তাদের নৌকায় না ওঠাই ভালো। আর যারা নৌকায় উঠবেন, তাদের লাইফ জ্যাকেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
ডিএমপি কমিশনার জানান, ঢাকায় এবার ২৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, “আজ নবমী, আগামীকাল বিসর্জন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রায় এক মাস আগে থেকেই নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে উৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়।”
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তর ও ডিএমপি সদরদপ্তরের সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। এ দেশে দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় মিলেমিশে বসবাস করছে উল্লেখ করে তিনি বলেন, “সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পরবর্তী প্রজন্মের জন্যও এ ধারাকে ধরে রাখতে হবে।”
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে