গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত্যু বরণ করেন।
বৃহস্পতিবার(২ অক্টোবর) বাদ যোহর মরহুমের জানাজা শেষে দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে দাফন সম্পন্ন হয়। এসময় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া সাদুল্লাপুর থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে এবং রাষ্ট্রের পক্ষে ইউএনও সালাম গ্রহণ করেন।
দাফন অনুষ্ঠানে সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিরাজুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য ১১ নং সেক্টরে জীবন বাজি রেখে লড়াই করেছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

