AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫২ পিএম, ২ অক্টোবর, ২০২৫

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকর্মীরা এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে ফেরার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের স্বাগত জানাতে বিমানবন্দরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এ সময় বিএনপির নেতা হুমায়ুন কবির বক্তব্য দিচ্ছিলেন।

সেই মুহূর্তে এনসিপির কয়েকজন নেতা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। সাংবাদিকরা অনুরোধ করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে লাঞ্ছনার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর ক্ষুব্ধ সাংবাদিকরা সম্মেলন বর্জন করে চলে যান।

উল্লেখ্য, জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ ও অন্যান্য বৈঠকে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামের নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসেন ও ডা. তাসনিম জারা ছিলেন। নয় দিনের সফর শেষে বৃহস্পতিবার তারা দেশে ফেরেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!