নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যদি আমি জাতীয় প্রতীক হিসেবে শাপলা না পাই এবং তা এনসিপিকে (জাতীয় নাগরিক পার্টি) দেওয়া হয়, তবে আমি সেই সিদ্ধান্তকে প্রশ্ন করব না এবং মামলা করব না—এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। তিনি এ মন্তব্য করেন বুধবার (১ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের একটি রেস্তোরাঁয় নাগরিক ঐক্যের আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়।
মান্না বলেন, “ওরা (এনসিপি) আমার কাছে এসেছে। যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিল তাদের বয়স, অভিজ্ঞতা ও অবস্থান বিবেচনায় রাখছি। শেখ হাসিনার ‘ফ্যাসিবাদ’ উৎখাতের লক্ষ্যে যারা সংগ্রাম করেছে, তাদের প্রতি আমি দরদী। যদি তাদেরকে শাপলা প্রতীক দেওয়া হয়, আমি কোনো মামলা করব না।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন জানিয়েছে পিআর (প্রতীকি প্রস্তাব/প্রতি ভোট পদ্ধতি) সংবিধানে নেই; এই পদ্ধতিতে আমরা নির্বাচন করতে পারব না। এ নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে—কেউ বলছে ভোট হবে না—এটা ঠিক না। মানুষের ভাবনার বাইরে কিছু করলে ভাল হবে না।”
মান্না প্রতিবাদী আন্দোলন, বিক্ষোভ ও আলোচনা প্রসঙ্গে বলেন, “বন্ধুরা অনেক কর্মসূচি দিয়েছে, আন্দোলন যেন এমন পর্যায়ে না পৌঁছায় যেখানে মানুষের ক্ষতি হয়। আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে ধর্মকে ব্যবহার করার প্রয়োজন নেই। পিআর নিয়ে আল্লাহর আইন আছে এমন বক্তব্য দেওয়াটা অনুচিত। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, ধর্ম মানুষের অন্তরে থাকুক—কাউকে ধর্মের নাম করে ভোট দাবি করে রাজনীতি করা ঠিক না।”
এ সময় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি নূর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে