পটুয়াখালীর দুমকীতে কেন্দ্রীয় শ্রী শ্রী হরিমন্দির ও আঙ্গিনা শ্রী শ্রী দুর্গা মন্দির পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলার সমন্বয়ক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি পটুয়াখালী জেলার যুগ্ম-সমন্বয়কারী বশির উদ্দিন, সাইমুম ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ, জেলা সদস্য আল ফাহাদ, রবিউল ইসলাম, আফজাল হোসেন, আলিম হোসেন এবং ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব আব্দুল আউয়াল হৃদয় প্রমুখ।
এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা শাপলা প্রতীকের জন্য লড়াই করে যাবো। আমাদের বলা হচ্ছে শাপলা জাতীয় প্রতীক, কিন্তু আমরা বলেছি আরও কয়েকটি জাতীয় প্রতীক বিভিন্ন দলকে নির্বাচনের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। তাই আমরা শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করবো না।”
একুশে সংবাদ/এ.জে