AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪৮ ঘণ্টায় সাত জেলায় বন্যার শঙ্কা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৪ পিএম, ২ অক্টোবর, ২০২৫

৪৮ ঘণ্টায় সাত জেলায় বন্যার শঙ্কা

দেশের বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগামী দুই দিনের মধ্যে সাতটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি আরও বাড়তে পারে। বিশেষ করে মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি ফেনী জেলায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে আশপাশের নিম্নাঞ্চল ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

চট্টগ্রাম জেলায় ফেনী নদীর পানি সতর্কসীমা ছুঁতে পারে, এতে নদীর তীরবর্তী এলাকার অনেক জায়গা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে তিন দিনের মাথায় পানি কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া রংপুর অঞ্চলে তিস্তা নদীর পানি বাড়লেও ধরলা ও দুধকুমার নদীর পানি সামান্য হ্রাস পেয়েছে। আগামী তিন দিনে আবারও পানি বাড়তে পারে, যা লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে।

ময়মনসিংহ বিভাগের কংস নদীর পানি কিছুটা কমলেও সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী কয়েক দিনে এসব নদীর পানি বেড়ে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার কিছু এলাকায় সতর্কসীমা ছুঁতে পারে, যা সাময়িক বন্যার কারণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় জোয়ার বেশি হচ্ছে, এবং আগামী দুদিন এ অবস্থা থাকতে পারে।

অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!