AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"সৌদি পৌঁছেছেন ২২,২০৩ বাংলাদেশি হজযাত্রী, আরও একজনের মৃত্যু"


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০২ এএম, ৪ মে, ২০২৫

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ২২ হাজার ২০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৫৩৯ জন।

রোববার (৪ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মোট ৫৪টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী মক্কায় পৌঁছেছেন।

হজ হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ১৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৫টি ফ্লাইট।

এদিকে চলতি হজ মৌসুমে আরও একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ফরিদুজ্জামান (৫৭) ২ মে দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে মারা যান। এর আগে ২৯ এপ্রিল মদিনায় মারা যান খলিলুর রহমান (৭০)।

হজ যাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল। সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদির উদ্দেশে রওনা দেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালনে সৌদি যাবেন।

হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই। সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Shwapno
Link copied!