বাংলাদেশর বিরুদ্ধে শুধু ভারত থেকেই নয়, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৮ ডিসেম্বর) ‘নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
এসময় শফিকুল আলম বলেন, ‘অনেকেই বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এদেশের মানুষের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিৎ।’
তিনি আরও বলেন, ‘ভারত নয় চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। স্বচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানাই।’
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘শ্রম আইন পরিবর্তন ড. ইউনূসের একটা প্রধান কাজ। ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে। যা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলোচনা করা হবে।’
এ সময় প্রেস সচিব বলেন, সংস্কার শেষেই জাতীয় নির্বাচন হবে।‘সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেয়ার কাজ করেছে। অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।’
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

