AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটস ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৮:৫১ পিএম, ২১ নভেম্বর, ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটস ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটস ক্লাব লিমিটেড (KUGCL)-এর প্রথম বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৫ এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশান আমারি ইডেন গার্ডেন হল রুমে সফলভাবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। বর্ণিল এই আয়োজন জুড়ে ছিল গঠনমূলক আলোচনা, নৈশভোজ এবং অনবদ্য  সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অংশগ্রহণকারীদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। 

অনুষ্ঠানে একাধিক বক্তব্যে বক্তারা, এই ক্লাবের সফলতা কামনা করেন। ক্লাবের উন্নয়ন কাজে আরও বেশি সকলের অংশ গ্রহণ প্রত্যাশা করেন। সদস্য সংখ্যা বৃদ্ধি নিয়েও কাজ করার আহবান জানান তারা। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় গ্র‍্যাজুয়েটদের এই প্রাণোচ্ছল সন্ধ্যা স্বার্থক করে তোলে KUGCL এর প্রাণান্ত পরিশ্রম এবং স্পৃহা দেয় নতুনভাবে এগিয়ে যাবার।

অনুষ্ঠানের সভাপতি শেখ মো: শহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর, খুলনা বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. মো. নূর উন নবী, ট্রেজারার, খুলনা বিশ্ববিদ্যালয়; ড. মো. নাজমুস সাদাত, পরিচালক, ডিএসএ, খুলনা বিশ্ববিদ্যালয়; এ. জেড. এম. আনোয়ারুজ্জামান, সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (KUAA);

আরও উপস্থিত ছিলেন, মো. আকতার হোসেন, মহাসচিব, KUAA; মো. মনিরুল হাসান, সাবেক সভাপতি, KUAA; মোহাম্মদ ফজলে রেজা, সাবেক মহাসচিব, KUAA; পূর্বে কমিটির নেতৃবৃন্দ, বর্তমান কমিটির কেন্দ্রীয় নবনির্বাচিত নেতৃবৃন্দ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

উপস্থিতি, উৎসাহ ও সবার আন্তরিক সহযোগিতায় আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল। সদস্যরা গ্র্যাজুয়েটস ক্লাব লিমিটেডের এই অনুষ্ঠানকে তাদের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছে। সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও পেশাগত উন্নয়নের ধারাবাহিকতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি ফাল্গুনী মল্লিক, সহ-সভাপতি রাজিব কুমার সাহা, সাধারণ সম্পাদক ড. এ.কে.এম. আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ আরিফ ফুয়াদ, কার্যকরী সদস্য ইমামা শান্তা, মোঃ রেজাউল হাসান কল্লোল, আবু নাইম মোঃ তারিকুল ইসলাম, মোঃ জাহেদুল হক, রাশেদুল আলম সরকার ও আব্দুর রহমান এর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

 

 

একুশে সংবাদ/রাফি/বাবু/ এ.জে

Link copied!