AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


Ekushey Sangbad
এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর
০৮:৪৭ পিএম, ২১ নভেম্বর, ২০২৫

শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদারীপুরের শিবচরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২৫ সালে জিপিএ–৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে শিবচর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিবচর ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমান বলেন, “এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল শুধু এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। দীর্ঘ এই যাত্রায় শিবচর ক্যারিয়ার ক্লাব সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা হয়তো আর্থিকভাবে আপনাদের খুব বেশি সহযোগিতা করতে পারব না, কিন্তু চলার পথে প্রয়োজনীয় পরামর্শ, সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহায়তা দিয়ে যাব।”

ইউএনও এইচ. এম. ইবনে মিজান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু ভালো ফলাফল নয়, সততা, শৃঙ্খলা, অধ্যাবসায় ও মানবিক গুণাবলি চর্চাই প্রকৃত শিক্ষিত মানুষ হওয়ার পথ। দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে সফল হতে হবে। আমার মতে মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনই দেশ ও জনগণের কাজে আসে না। তোমরা দেশপ্রেমিক মেধাবী হয়ে উঠবে—এই প্রত্যাশা করি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ আছাদুর রহমান, ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম, ইমপেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজী আরাফাত মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের ১৮২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও সুশিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত পরামর্শ দেন বক্তারা।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!