ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশের মসজিদে মসজিদে জুমার নামাজের পরে দোয়া এবং মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুমার নামাজের শেষে ছাত্র-জনতার গণমিছিল বের হবে। তাদের কর্মসূচিতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ ও বিজিবি সদস্যরা। প্রস্তত রাখা হয়েছে পুলিশের একটি সাঁজোয়া যান ও প্রিজনভ্যান।
আজ শুক্রবার (২ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম, রাজধানীর সায়েন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও উত্তরাসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন। পাশাপাশি এপিবিএন সদস্যরাও উপস্থিত আছেন।
দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হলেও অন্যান্য সময়ের মতো সায়েন্সল্যাব এলাকায় ভিড় নেই। এর আশপাশের নিউমার্কেট, পুরো এলিফ্যান্ট রোড এলাকাও অনেকটাই ফাঁকা। এর মধ্যে সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে ও মিরপুর সড়কে পুলিশ এবং এলিফ্যান্ট রোডে বিজিবি সদস্যদের অবস্থান দেখা গেছে।
অন্যদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে দায়িত্বের এক পুলিশ কর্মকর্তা বলেন, সবকিছুর নিরাপত্তার দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে দায়িত্ব পালন করছি।
একুশে সংবাদ/বিএইচ