প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দারুণ আধিপত্য দেখিয়ে সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে পারবে লিটন দাসের দল। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে নেদারল্যান্ডসকে জয় পেতেই হবে।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন।
বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব।
একুশে সংবাদ/এ.জে