গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ। তিনি বলেন, "আমি একজন সেবক হিসেবে সর্বদা জনগণের কল্যাণে নিয়োজিত আছি। মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ অনুপ্রেরণার সৃষ্টি করবে এবং শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।"
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিব হাসান শুভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, সহ-সভাপতি লিয়াকত হোসেন, সহ-সভাপতি মেহের মামুন, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম ডালিম, সহ-দপ্তর সম্পাদক আরটি হাসান, সদস্য মাহমুদুল হাসান, কুতুবউদ্দিনসহ ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ পড়াশোনায় উৎসাহ যোগাবে এবং আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে