নওগাঁর আত্রাই উপজেলায় সমসপাড়া গ্রামের মানুষের বহু বছরের প্রত্যাশা এখনও অপূর্ণ। আত্রাই নদীর ওপর একটি সেতু নির্মাণ না হওয়ায় গ্রামবাসীর জীবনযাত্রা ও উন্নয়ন কার্যক্রম থমকে আছে।
আত্রাই উপজেলার নলডাঙ্গা থেকে নাটোরের সিংড়া এলাকায় যাতায়াতের একমাত্র প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে সমসপাড়ার নদীপথ। স্থানীয়রা প্রতিদিনই ঝুঁকিপূর্ণ ভেলা, ছোট নৌকা কিংবা অস্থায়ী কাঠামো ব্যবহার করে নদী পারাপার করতে বাধ্য হচ্ছেন। এতে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসায়িক কাজে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বহুবার প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও সেতু নির্মাণের কাজ শুরু হয়নি। তারা বলছেন, সেতুটি হলে সিংড়া, প্রতিসর ও বগুড়ার সঙ্গে সহজ যোগাযোগ স্থাপন হবে। শুধু যাতায়াতের কষ্ট লাঘব নয়, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও আসবে নতুন গতি।
এই বিষয়ে বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা জানান, “সমসপাড়া ব্রিজের দাবি দীর্ঘদিনের। এটি এলাকাবাসীর ন্যায্য অধিকার। আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সেতু কর্তৃপক্ষের কাছে বিষয়টি বারবার তুলে ধরছি। আশা করি দ্রুত পদক্ষেপ নিয়ে এই দুর্ভোগের সমাধান হবে।”
স্থানীয়রা মনে করছেন, আত্রাই নদীর সমসপাড়া এলাকায় একটি সেতু নির্মাণ হলে অঞ্চলের সার্বিক উন্নয়ন গতিশীল হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে তারা মুক্তি পাবেন।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে