ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি অসুস্থ অবস্থায় গাজী রহমান (৬২) বছর বয়সি এক হাজতির ঢামেকে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলের দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী কাউসার হাসান জানান, আজ সন্ধ্যার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তার পিতার নাম মৃত আয়জুদ্দিন মিয়া। তবে কোন মামলায় সে কারাগারে কারাবন্দি ছিলেন তা আমারা জানাতে পারেনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বলেন, হাজতি গাজী রহমানের মরদেহ জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

