AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে দুটি ঘোড়া জবাই করার সময় কসাই এলাকাবাসীর হাতে আটক


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৬:১৩ পিএম, ২১ নভেম্বর, ২০২৫

শ্রীপুরে দুটি ঘোড়া জবাই করার সময় কসাই এলাকাবাসীর হাতে আটক

গাজীপুরের শ্রীপুরে দুটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রক্রিয়ার সময় এলাকাবাসীর ধাওয়ায় কসাই রুবেলকে আটক করা হয়েছে। এসময় অভিযুক্ত ৩ ব্যবসায়ী পালিয়ে যান। আটক রুবেল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার বাসিন্দা। 

শুক্রবার (২১ নভেম্বর) ভোর প্রায় ৬টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী (রজ’র মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া অভিযুক্তরা হলেন— আবুল খায়ের (সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নওদা গ্রামের বাসিন্দা) ও হাসান (গাজীপুর জেলার বাসিন্দা)। অপর দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।

আটক রুবেল এবং স্থানীয়রা জানান, অভিযুক্তরা বৃহস্পতিবার রাতের দিকে পিকআপে দুটি ঘোড়া এনে বেলতলী রজ’র মোড়ে বেঁধে রাখে। রাত গভীর হলে তারা ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়া করার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা শুক্রবার ভোরে তাদের ঘিরে ধরে। মাংসগুলো মাওনা, হোতাপাড়া, সালনা ও জয়দেবপুরের বিভিন্ন খাবার হোটেলে সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছিল। অভিযোগ আছে, গরুর মাংসের সঙ্গে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রি করার চেষ্টাও করছিল তারা।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ কসাই রুবেলকে আটক করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জনদূর্ভোগ সৃষ্টির কারণে লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থলে ঘোড়া জবাইয়ের কোনো আলামত পাওয়া যায়নি। শনিবার (২২ নভেম্বর) রুবেলকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!