আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে ঢাকার মেট্রোরেলের চলাচল সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। নতুন সূচনায় সকাল এবং রাতের চলাচলের সময় আধঘণ্টা আগে ও পরে respectively বৃদ্ধি পাবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, উত্তরা উত্তর স্টেশন থেকে এখন দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭:১০ মিনিটে। নতুন সূচনায় এটি শুরু হবে সকাল ৬:৪০ মিনিটে। এছাড়া উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন এখন রাত ৯টায় ছাড়ে, নতুন সূচনায় রাত ৯:৩০ মিনিটে ছাড়বে।
মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন বর্তমানে সকাল ৭:৩০ মিনিটে ছাড়ে; নতুন সূচনায় সময় হবে সকাল ৭টা। শেষ ট্রেন এখন রাত ৯:৪০ মিনিটে ছাড়লেও নতুন সূচনায় রাত ১০:১০ মিনিটে ছাড়বে। এতে শেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশনে পৌছাবে রাত ১০টার পরিবর্তে রাত পৌনে ১১টায়।
শুক্রবারও চলাচলের সময় আধাঘণ্টা এগিয়ে বিকাল ২টায় শুরু হবে এবং রাতের চলাচলের সময়ও আধাঘণ্টা বাড়ানো হবে।
নভেম্বরের মাঝামাঝি সময়ে ট্রিপের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ট্রিপ বাড়ালে দুটি ট্রেনের মধ্যে বিরতি কমে গিয়ে অন্তত দুই মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে।
বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ২৪ সেট ট্রেন চালানো হয়, যার মধ্যে ১২ সেট সার্বক্ষণিক যাত্রী পরিবহন করছে। নতুন সময়সূচি এবং ট্রিপ বৃদ্ধি অনুযায়ী সার্বক্ষণিক ব্যবহৃত ট্রেনের সংখ্যা ১৯ সেট হবে।
একুশে সংবাদ // র.ন