বাংলাদেশে অতীত সরকারের সময় সংঘটিত গুমের অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পাঁচ ডিজিএফআই মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়, পরোয়ানাগুলো পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট ১২টি সরকারি দপ্তরে প্রেরণ করা হয়েছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বুধবার পরোয়ানা জারির পরপরই তা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ টিএফআই সেল ও জেআইসি সেল সংশ্লিষ্ট গুমের দুটি মামলার অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। পরে ট্রাইব্যুনাল শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআইয়ের প্রাক্তন প্রধানসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
দুটি মামলায় মোট ১০টি অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে—প্রতিটি মামলায় পাঁচটি করে অভিযোগ। এর মধ্যে টিএফআই সেলের মামলায় ১৭ জন, আর জেআইসি সেলের মামলায় ১৩ জন অভিযুক্ত।
চিফ প্রসিকিউটর জানান, অভিযোগ গঠন গ্রহণের পর থেকে আসামিদের সরকারি দায়িত্বে থাকার বৈধতা আর বহাল থাকবে না।
একুশে সংবাদ/এ.জে