AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮, নিখোঁজ ২০০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৩৫ পিএম, ২৮ নভেম্বর, ২০২৫

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮, নিখোঁজ ২০০

হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৮। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৯ জন। শুক্রবার অনুষ্ঠিত ফায়ার সার্ভিসের সর্বশেষ সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের এক কর্মীও রয়েছেন। এছাড়া এখনো ৮৯টি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।—খবর বিবিসি।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুন প্রথমে ভবনের নিচতলায় ধরে এবং মুহূর্তেই ওপরের দিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তাপমাত্রা এক পর্যায়ে ৫০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনার পরও কিছু এলাকায় পুনরায় আগুন জ্বলে ওঠে।

তারা জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয়ে আরও কয়েক দিন সময় লাগতে পারে। ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই হাজার ফায়ার সার্ভিস কর্মী কাজ করেছেন। তাদের মধ্যে ১২ জন দগ্ধ হন। ব্যবহার করা হয়েছে ৩৯১টি ফায়ার ইঞ্জিন ও ১৮৮টি অ্যাম্বুলেন্স।

ভবনের ভেতর আগুন তীব্রভাবে ছড়িয়ে থাকায় হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ সম্ভব ছিল না—তাই কোনো হেলিকপ্টার ব্যবহার করা হয়নি বলে কর্মকর্তারা জানান।

উল্লেখ্য, বুধবার (২৬ নভেম্বর) ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়া এ আগুন টানা এক দিনের বেশি সময় জ্বলতে থাকে এবং শুক্রবার ভোরে তা নিয়ন্ত্রণে আসে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!