AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে শীতলক্ষা বাঁচাতে ছয় দফা বাস্তবায়নে জামায়াত প্রার্থীর র‌্যালি



রূপগঞ্জে শীতলক্ষা বাঁচাতে ছয় দফা বাস্তবায়নে জামায়াত প্রার্থীর র‌্যালি

শীতলক্ষা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ‘সেভ শীতলক্ষ্যা’ শীর্ষক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মুরাপাড়া কলেজ চত্বর থেকে “Run with Anowar Hossain Molla to Save Shitalakkhya” লেখা ব্যানার সামনে রেখে র‌্যালিটি শুরু হয়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করে হাতাব বাজারে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, “শীতলক্ষা শুধু নদী নয়—এটি রাজধানী ও নারায়ণগঞ্জের প্রাণ। এই নদীকে ঘিরেই শিল্প-কারখানার বিকাশ হয়েছিল। একসময় শীতলক্ষ্যার পানি ছিল স্বচ্ছ, ছিল নাব্যতা। কিন্তু অসৎ নেতৃত্ব, দুর্নীতি, চাঁদাবাজি ও সুবিধাবাদী গোষ্ঠীর কারণে নদীটি আজ ধ্বংসের মুখে। আগামী প্রজন্মের জন্য শীতলক্ষ্যা ও গোটা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে সৎ নেতৃত্বের পথেই আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।”

র‌্যালির মূল প্রতিপাদ্য উপস্থাপন করে বক্তব্য দেন প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, “শীতলক্ষ্যা শুধু একটি নদীর নাম নয়—এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও পরিবেশের প্রাণ। অথচ নদীটি আজ দখল, দূষণ, অব্যবস্থাপনা ও অবহেলার শিকার। জনগণ আমাকে সুযোগ দিলে নদী পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”

তিনি শীতলক্ষ্যা রক্ষায় নিজের ছয় দফা অঙ্গীকার তুলে ধরেন—
১. নদী দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ
২. নদীর দুই পাড়ে সবুজ বেষ্টনী নির্মাণ
৩. নদীর পানি পরিষ্কার ও দূষণ নিয়ন্ত্রণ
৪. আধুনিক ওয়াকওয়ে, লাইটিং ও বিনোদন ক্ষেত্র প্রতিষ্ঠা
৫. পরিবেশবান্ধব নদী পরিবহন ব্যবস্থা গড়ে তোলা
৬. নদীভিত্তিক নতুন কর্মসংস্থান সৃষ্টি

তিনি আরও বলেন, “শীতলক্ষ্যার পানি দূষণমুক্ত রাখা, দখলমুক্ত করা এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, জেলা আইন সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল, জেলা শিবির সভাপতি আকরাম হোসেন, রূপগঞ্জ উত্তর ও পশ্চিম আমীর আবদুল মজিদ, মাওলানা ফারুক আহমাদ, দক্ষিণ, উত্তর ও পশ্চিম সেক্রেটারি আনিসুর রহমান, খাইরুল ইসলাম, মোহাম্মদ হানিফ ভূঁঞা প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!