নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে ডাংগা ইউনিয়নের জয়নগর পশ্চিমপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদে এ দোয়ার আয়োজন করেন নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি এম. এ. কাইয়ুম।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো. হেদায়েত উল্লাহ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের প্রয়াত পিতা সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খান, মঈন খানের মাতা এবং পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টনের প্রয়াত বাবার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া এলাকার শান্তি-সমৃদ্ধি কামনাও করা হয়।
শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার বিএনপির পক্ষ থেকে সারাদেশের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়। বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

