চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বোমা, দেশীয় অস্ত্র এবং হরিণের চামড়াসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—শামিম হোসেন (৩০), পিতা রবিউল ইসলাম, হান্নান হোসেন (৫৪), পিতা মৃত বদর উদ্দিন, লাল্টু হোসেন (৪০), পিতা মনিরুল ইসলাম, তিনজনই আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, হারদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ছত্রপাড়া গ্রামে অভিযান চালান। এ সময় গ্রেফতারকৃতদের বাড়ি থেকে দুটি ককটেল বোমা, দেশীয় তৈরি তিনটি ফালা, সাতটি ধারালো অস্ত্র, একটি হরিণের চামড়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে জামজামি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত বোমা, অস্ত্র ও হরিণের চামড়ার জব্দ তালিকা তৈরি করে আসামিদের থানায় নিয়ে আসে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান (পিপিএম) বলেন,“সেনাবাহিনী ককটেল বোমা, ফালা ও ধারালো অস্ত্রসহ শামিম, হান্নান ও লাল্টুকে গ্রেফতার করে পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় অভিযান সম্পন্ন করে পরে তাদের জামজামি ক্যাম্প পুলিশের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

