AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ৪৪


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১২ এএম, ২৮ নভেম্বর, ২০২৫

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস,  নিহত ৪৪

প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ধারাবাহিক ভূমিধসে চরম দুর্যোগের মুখে পড়েছে শ্রীলঙ্কা। চলতি সপ্তাহে এসব ঘটনায় কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১০ জন। এখনো নিখোঁজ রয়েছেন আরও ২১ জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)–এর বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।

ডিএমসি জানায়, মৃতদের অধিকাংশই মধ্যাঞ্চলের বদুল্লার চা-বাগান এলাকার বাসিন্দা। রাতে পাহাড়ি ঢাল ধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে; এতে ২১ জন নিহত হন। নুয়ারা এলিয়া জেলায় একই ধরনের ঘটনায় আরও চারজন মারা গেছেন। বাকিরা দেশের বিভিন্ন অঞ্চলে প্রাণ হারিয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের হিসাব অনুযায়ী, ভূমিধসে অন্তত ৪২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে প্রায় এক হাজার ৮০০ পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। নদীর পানি ক্রমেই বাড়ছে, ফলে নিম্নাঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে শ্রীলঙ্কায় উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রবাহ চলছে। তবে পূর্বাঞ্চলে অবস্থানরত একটি নিম্নচাপের কারণে বৃষ্টিপাত আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে ডিএমসি।

২০০৩ সালের জুনে শ্রীলঙ্কা শেষবারের মতো বড় ধরনের বন্যার মুখোমুখি হয়েছিল। স্মরণকালের সেই ভয়াবহ দুর্যোগে ২৫৪ জন প্রাণ হারান।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শ্রীলঙ্কায় ভবিষ্যতে আরও ঘন ঘন বন্যা ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!