AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৩


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৫ পিএম, ২৬ নভেম্বর, ২০২৫

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৩

হংকংয়ের তাই পো জেলার একাধিক উচ্চ আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে, এবং কয়েকজন বাসিন্দা এখনও ভবনের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সের কয়েকটি টাওয়ারে প্রথমে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ৩১ তলা ভবনগুলো থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে থাকে, আর রাতের অন্ধকারে শিখার তীব্র আলো চারপাশ লাল করে তোলে।—খবর আল জাজিরা।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতলে নেওয়ার পর মারা গেছেন আরও চারজন। অগ্নিকাণ্ডের তীব্রতা বাড়তে থাকায় আগুন নিয়ন্ত্রণে হংকংয়ের সর্বোচ্চ সতর্কতাগুলোর একটি ‘ফাইভ-অ্যালার্ম’ জারি করা হয়।

এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তাদের আশঙ্কা, ভবনের ভেতরে এখনও বেশ কয়েকজন আটকা থাকতে পারেন।

৫৭ বছর বয়সী এক বাসিন্দা বলেন, “সম্পত্তির ক্ষতি নিয়ে ভাবছি না। শুধু চাই সবাই যেন নিরাপদে বেরিয়ে আসে—বয়স্ক হোক বা শিশু। ভয়ংকর পরিস্থিতি। মনে হচ্ছে এখনও অনেকে ভেতরে আটকে আছে।”

ওয়াং ফুক কোর্ট হংকংয়ের অন্যতম ঘনবসতিপূর্ণ আবাসন প্রকল্প। আটটি ব্লক নিয়ে গঠিত এই কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস করে প্রায় চার হাজার ৮০০ মানুষ।

মূল ভূখণ্ড চীনের সীমানা সংলগ্ন তাই পো জেলা হংকংয়ের ঘনবসতিপূর্ণ উপশহর হিসেবে পরিচিত। এখানে বসবাস করেন প্রায় তিন লাখ মানুষ।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!