AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে কী বলল পাকিস্তান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১৪ এএম, ২২ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে কী বলল পাকিস্তান

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে বাংলাদেশের “অভ্যন্তরীণ বিষয়” হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান। শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি।

মুখপাত্র বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মৃত্যুদণ্ড সম্পূর্ণই বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে এই পরিস্থিতির সমাধান করতে পারবে।

এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে। এর মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড ও দুটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন।

একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—গণভবনের সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেওয়া,হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া, রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা,চানখাঁরপুলে হত্যা, আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানোর নির্দেশ।

আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এই রায়কে পাকিস্তান যে কেবল “বাংলাদেশের নিজস্ব অভ্যন্তরীণ প্রক্রিয়া” হিসেবে দেখছে—এ মন্তব্য দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!