আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ফের ঘটল গণ–অপহরণ। শুক্রবার মধ্যাঞ্চলের একটি ক্যাথলিক স্কুল থেকে ২২০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষককে তুলে নিয়ে গেছে সশস্ত্র বন্দুকধারীরা। এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে এটি দ্বিতীয় বড় অপহরণ।
ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার এক মুখপাত্র জানান, নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃতদের মধ্যে ২১৫ জনই ছাত্রী। এছাড়া ১২ জন শিক্ষককে জিম্মি করে নিয়ে গেছে হামলাকারীরা।
ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে কাতসিনা ও মালভূমি রাজ্য কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। নাইজার রাজ্য সরকারও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে।
অপহরণের ঘটনায় সৃষ্ট সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট বোলা টিনুবু তার আন্তর্জাতিক সফর স্থগিত করেছেন। এর ফলে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য জি–২০ সম্মেলনেও যোগ দিচ্ছেন না।
এর আগে গত সোমবার উত্তর–পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৫ জন ছাত্রীকে অপহরণ করা হয়। একই সময়ে পশ্চিমাঞ্চলে একটি চার্চে হামলায় দুইজন নিহত হন—যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর দেশজুড়ে বেড়ে ওঠা সহিংসতার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

