‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। পাশাপাশি সোমবার কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনারও প্রতিবাদ জানায় তারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা সায়েন্সল্যাব মোড়ে এসে অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে মোড়ের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, নতুন আইনে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শাখা বিলুপ্তির প্রস্তাব রাখা হয়েছে, যা কলেজটির শত বছরের ঐতিহ্য ধ্বংস করবে। তারা বলেন, “ঢাকা কলেজ কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “আইন সংশোধন করো, ঐতিহ্য বাঁচাও” স্লোগান দেন।
এদিকে, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/ আ. ট/ সাএ