পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তান ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ রোববার (১২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সীমান্তের দিকে ভারী যুদ্ধাস্ত্র এবং ট্যাংক সরানো হচ্ছে।
গত শনিবার রাতে পাক-আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে আজ রোববার আফগান পক্ষ দাবি করেছে, তারা পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং এই সংঘাতে ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে, আহত হয়েছে আরও ৩০ জন।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানিয়েছেন, শনিবার রাতের সংঘাতে আফগান সেনারা সীমান্তবর্তী ২৫টি পোস্ট থেকে পাকিস্তানি সেনাদের সরিয়ে দিয়েছে। এই সংঘাতের সময় আফগান সেনাদের আগুন ও গোলাবর্ষণে কমপক্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
মুজাহিদ আরও হুঁশিয়ারি দিয়েছেন, “পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে।”
এর আগে, পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর নেতাদের আশ্রয় ও সহায়তার অভিযোগে পাকিস্তান গত বৃহস্পতিবার মধ্যরাতে কাবুলে বিমান হামলা চালায়। ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। পাশাপাশি ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ তার সহযোগীরাও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার এ হামলায় নিহত ও আহতদের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে শুক্রবার তাদের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে।
একুশে সংবাদ/এ.জে