সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করায় এক জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও তিন কেজি মা ইলিশ।
গতকাল রবিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব বলেন, “৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রিতে নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।”
তিনি আরও জানান, “উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও তিন কেজি ইলিশ জব্দ করা হয়। এক জেলেকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে এবং ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে