AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০১:৪০ পিএম, ১৩ অক্টোবর, ২০২৫

মাদারগঞ্জে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪–২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, পৌরসভার প্রকৌশলী জহুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে তিনজন দরিদ্র নারীর হাতে একটি করে সেলাই মেশিন এবং তিনজন প্রতিবন্ধীর হাতে একটি করে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ বলেন, “জনগণের কল্যাণে কাজ করাই সরকারের মূল উদ্দেশ্য। সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আজকের এ বিতরণ সেই উদ্যোগেরই ধারাবাহিকতা।”

তিনি আরও বলেন, “সেলাই মেশিন পেয়ে নারীরা যেমন ঘরে বসে আয় করতে পারবেন, তেমনি হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধীরা সহজে চলাফেরা করতে পারবেন। এতে তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!