নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকায় অবস্থিত শবনম ওয়েল মিলস নামের একটি তেল কারখানার রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় তিন শতাধিক শ্রমিক এই কারখানায় কাজ করেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ করে কারখানার তেলের প্লান্টের রিফাইনারি ইউনিটে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ইউনিটে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস, কাঁচপুর ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ জোনের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে রিফাইনারির বেশিরভাগ মেশিনারি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, “প্রায় ৩০০ মেট্রিক টন ধারণক্ষমতার ওয়েল রিফাইনারিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তদন্ত চলছে।
একুশে সংবাদ/এ.জে