AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৪ এএম, ১৩ অক্টোবর, ২০২৫

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

তরুণ কৃষি উদ্যোক্তাদের সহায়তায় একটি ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতালির রোমে অনুষ্ঠিত জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তিনি এই প্রস্তাব দেন।

সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগের দিন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএড) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে ড. ইউনূস বলেন, প্রস্তাবিত এই তহবিল তরুণ উদ্যোক্তাদের কৃষি, স্বাস্থ্য ও সামাজিক ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করবে।

তিনি গভীর সমুদ্র মৎস্য আহরণ, জলবায়ু সহনশীল কৃষি, আম ও কাঁঠালের রপ্তানি, এবং দুগ্ধ শিল্প উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আইএফএড প্রেসিডেন্ট লারিও বাংলাদেশে সামাজিক ব্যবসাভিত্তিক উদ্যোগে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং উদ্ভাবনী কৃষি প্রকল্পে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে পৌঁছান। তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই আন্তর্জাতিক ইভেন্টটি চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!