AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশজুড়ে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৮ এএম, ১৩ অক্টোবর, ২০২৫

দেশজুড়ে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের আচরণের প্রতিবাদে সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল ও কলেজে পাঠদান বন্ধ রয়েছে।

রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচি থেকে এই সিদ্ধান্তের ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারেই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আলোচনার মাধ্যমে সমাধান না এলে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে শিক্ষক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। পরবর্তীতে উত্তেজনা এড়াতে আন্দোলনকারীরা শহীদ মিনারে সরে যান এবং সেখান থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।

অধ্যক্ষ আজিজী বলেন, “আমরা যতদিন পর্যন্ত ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বা জাতীয়করণের প্রজ্ঞাপন না দেখব, ততদিন শহীদ মিনার ছাড়ব না।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রেস ক্লাবের সামনে পুলিশ শিক্ষকদের সরে যেতে বললে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বড় কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!