AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহকারী প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২০ এএম, ১১ অক্টোবর, ২০২৫

মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহকারী প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি বিস্ফোরক উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি মূলত মার্কিন সেনাবাহিনীর জন্য বিস্ফোরক সরবরাহ করে থাকে।

স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) টেনেসির বাকসনোর্ট এলাকায় অবস্থিত ‘অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম’ নামের কোম্পানিটিতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক মাইল দূরের বাড়িঘরেও ধাক্কা অনুভূত হয়। ঘটনাস্থলে কোম্পানির ১,৩০০ একর জুড়ে থাকা শিল্পপ্রাঙ্গণের একটি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়ে।

প্রাথমিকভাবে উদ্ধারকারীরা ঘটনাস্থলে প্রবেশ করতে পারেননি, কারণ এলাকাটি বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থে পরিপূর্ণ ছিল। পুনরায় বিস্ফোরণের আশঙ্কায় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

হাম্পফ্রিস কাউন্টির নিরাপত্তা বিভাগের কর্মকর্তা ক্রিস ডেভিস জানান, “ঘটনাস্থলের চিত্র ভাষায় প্রকাশ করা কঠিন—সবকিছু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।” তিনি আরও জানান, সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে, তবে সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, তারা সামরিক বাহিনী, অ্যারোস্পেস শিল্প এবং ভবন ধ্বংসের কাজে ব্যবহৃত বিস্ফোরক তৈরি করে। এছাড়া বিদেশি সেনাবাহিনীও তাদের উৎপাদিত পণ্য ব্যবহার করে থাকে।

টেনেসির পাহাড়ি বনাঞ্চলে অবস্থিত এই কারখানাটিতে মোট আটটি ভবন রয়েছে, যা ন্যাশভিল শহর থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

সরকারি নথিপত্র অনুযায়ী, ‘অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম’ সামরিক খাতে বিস্ফোরক ও অস্ত্র তৈরির একাধিক পুরোনো সরকারি চুক্তির অধীনে কাজ করছিল। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!