বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হেফাজতে ইসলাম সবার জন্য একটি পরামর্শক বা পরামর্শদাতা হিসেবে কাজ করছে। হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠন না হলেও তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক রয়েছেন। তাই তাদের পরামর্শ ও গাইডলাইন গ্রহণে কোনো আপত্তি নেই।
শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে হেফাজতে ইসলামের নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে হেফাজতে ইসলামের ব্যানারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ্যানি বলেন, “সম্প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইসলাম, দেশ, সমাজ ও প্রতিবেশী রাষ্ট্র নিয়ে কীভাবে বক্তব্য দিতে হবে—সে বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। তার বক্তব্যের মূল কথা হলো, সবার আগে বাংলাদেশ। এর মধ্যেই নিহিত আছে গণতন্ত্র, সমাজ ও মানবিকতার বার্তা।”
হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে