ভারত সকাল পৌনে দুইটায় “অপারেশন সিন্দুর” অভিযানের আওতায় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে একযোগে ২৪টি মিসাইল হামলা চালিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, এই অভিযান চালিয়ে অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত এবং আরও ৬০-এর বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, যা লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে ব্যাপক ধাক্কা দিয়েছে। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম NDTV।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত এসব ঘাঁটিই ছিল মুখ্য টার্গেট। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা আমাদের লক্ষ্য ছিল না। আমাদের সারা বিশ্বকে দেখিয়ে দিতে চেয়েছি, সুনির্দিষ্ট ও সংযমী ক্যাম্পেইনের মাধ্যমে দায়ীদের জবাবদিহি সম্ভব।”
হামলা চালানো হয় জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার জবাব হিসেবে, যেখানে ২৬ জন ভারতীয় ও একজন নেপালী পর্যটক নিহত হয়েছিল। ভারতের অভিযানের সময়কাল রাত ১টা ৪৪ থেকে ২টা ১০ পর্যন্ত, জানিয়েছে মন্ত্রক।
বর্তমান অভিযানের জন্য ভারতীয় সেনাবাহিনী আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সীমান্ত চুক্তির বিধি মেনে সুনির্দিষ্ট লক্ষ্যভেদ নিশ্চিত করেছে বলে বিবৃতিতে জোর দেওয়া হয়েছে। ভারত দাবি করেছে, এ পদক্ষেপ সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে একচেটিয়া ও শক্তিশালী প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে
আপনার মতামত লিখুন :