গোপালগঞ্জের মুকসুদপুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি প্রচার করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) মুকসুদপুর সদর টেংরাখোলা বাজারের বিশ্বরোড কলেজ মোড়, সোনালী ব্যাংক মোড়, সদর জামে মসজিদ মোড়, চৌরঙ্গী মোড় ও কমলাপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে মুকসুদপুর উপজেলা বিএনপি এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি শামচু মিয়া, সহ-সভাপতি রুস্তম মোল্যা, ওলিয়ার মুন্সি, যুগ্ম সম্পাদক লিটু শিকদার ও মতিউর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, সহ-প্রচার সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ, বিএনপি নেতা মো. সাহিদুজ্জামান পল্টু মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক মো. সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সি, সাধারণ সম্পাদক মো. শাকিল শরিফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রচারণা কর্মসূচিতে জনগণের মাঝে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও প্রচারপত্রের মাধ্যমে দলের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই ৩১ দফা হলো “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা।”
প্রচারণা চলাকালে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে