AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে আটক প্রায় ৫০০ জন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২৯ এএম, ৫ অক্টোবর, ২০২৫

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে আটক প্রায় ৫০০ জন

লন্ডনে ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে প্রায় ৫০০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) এ ঘটনাটি ঘটে।

যুক্তরাজ্য সরকার চলতি বছরের জুলাই মাসে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে অংশগ্রহণকারীদের আটক করছে পুলিশ।

বিবিসি, স্কাই নিউজ ও দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় দুপুর একটার কিছু পর থেকেই প্রথম দফায় আটক শুরু হয়। তখন বিক্ষোভকারীরা নীরবে বসে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে প্ল্যাকার্ড লিখছিলেন।

কিছুক্ষণের মধ্যেই স্কয়ারের আশপাশে দাঁড়ানো কয়েক ডজন পুলিশ সদস্য তাদের গ্রেফতার অভিযান শুরু করেন। বিক্ষোভের আয়োজকরা জানান, প্রায় এক হাজারের মতো মানুষ শান্তিপূর্ণভাবে বসে প্ল্যাকার্ড হাতে অংশ নিচ্ছিলেন।

পুলিশের বরাতে জানা গেছে, ৪৮৮ জনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সমর্থন করার অভিযোগে আটক করা হয়েছে। তাদের মধ্যে বয়সে সবচেয়ে কম ১৮ বছর এবং সবচেয়ে বেশি ৮৯ বছর। শনিবার রাত পর্যন্ত ২৯৭ জনকে হেফাজতে রাখা হয়, বাকিদের জামিন দেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ ফেডারেশনের প্রধান পলা ডজ বলেন, “এখন যথেষ্ট হয়েছে। আমাদের মনোযোগ থাকা উচিত জনগণের নিরাপত্তা রক্ষায়, বিশেষ করে যখন দেশজুড়ে সন্ত্রাসী হামলার আশঙ্কা বাড়ছে। অথচ ক্রমাগত এসব বিক্ষোভ সামাল দিতেই বিপুলসংখ্যক কর্মকর্তা ব্যস্ত থাকছেন।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!