অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা জাহাজ থেকে আটক করা ১৩৭ জন মানবাধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত সপ্তাহে গাজাগামী নৌবহর থেকে প্রায় ৫০০ অধিকারকর্মীকে আটক করেছিল ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ ইউনিট।
ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, তুরস্কে পাঠানো ১৩৭ জনের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া ও তুরস্কের নাগরিক রয়েছেন।
জানা গেছে, গাজায় ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা, স্থানীয়দের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং অসহিংস সংহতি প্রদর্শনের উদ্দেশ্যে বিভিন্ন দেশের অধিকারকর্মীরা ৪৫টি জাহাজে করে গাজার দিকে যাচ্ছিলেন। তবে উপত্যকার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি নৌবাহিনী তাদের অবরোধ করে আটক করে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, তুরস্কের এক বিমানবন্দরে ওই ১৩৭ জন অধিকারকর্মীকে বহনকারী বিমান অবতরণ করেছে। বিমানবন্দরে তাদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল তুর্কি কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফেরত পাঠানোদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক। এর আগে শুক্রবার আরও চারজন অধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছিল ইসরায়েল।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তিরা স্বল্প পরিমাণ ত্রাণ নিয়ে এসেছিলেন, কিন্তু তা ইসরায়েলের মাধ্যমে পৌঁছে দিতে অস্বীকার করেন। ইসরায়েল দাবি করেছে, তারা মানবিক সাহায্যের আড়ালে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আটক অন্য অধিকারকর্মীদেরও ধাপে ধাপে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে