বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকছে না। আদালতের আদেশে নির্বাচনে ১৫টি ক্লাবের অংশগ্রহণের ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।
এর ফলে জেলা ও বিভাগীয় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়নের বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠি স্থগিত রাখার হাইকোর্টের নির্দেশ কার্যকর থাকবে, তবে নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানা গেছে।
এই রায়ের ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিসিবি নির্বাচনের প্রস্তুতি ও ভোটগ্রহণ কার্যক্রম চলবে।
একুশে সংবাদ/এ.জে