পবিত্র রমজান মাস শেষের পথে। মাসব্যাপী সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিম সম্প্রদায় উদযাপন করবে ঈদুল ফিতর।
বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী ৩১ মার্চ, সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের এ তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।
ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এ বছর রমজান শুরুর ঘোষণাও প্রথম দিয়েছিল দেশটি।
কেন এই তারিখ নির্ধারণ?
ফতওয়া কাউন্সিল জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা ও জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। চাঁদ দেখা ও নতুন মাসের শুরু নির্ধারণে তারা নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়েছে—
সূর্যাস্তের আগে চাঁদের জন্ম,সূর্যাস্তের পর চাঁদের স্থায়িত্ব,চাঁদ দেখার সম্ভাবনা ।
কাউন্সিলের ব্যাখ্যা অনুযায়ী:
শনিবার (২৯ মার্চ) রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে।
তবে চাঁদ রোববার (৩০ মার্চ) দৃশ্যমান হবে।
ফলে রমজান মাস হবে ৩০ দিনের, অর্থাৎ ৩০টি রোজা পূর্ণ হবে।
সে অনুযায়ী ৩১ মার্চ, সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর।
বাংলাদেশে কবে ঈদ?
এই হিসাব অনুযায়ী, বাংলাদেশে ১ এপ্রিল, মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে নেওয়া হবে।
একুশে সংবাদ// স.ট/এ.জে
আপনার মতামত লিখুন :