AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিন দফা দাবিতে জুলাই সনদ মঞ্চের সামনে জুলাই যোদ্ধারা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১১ পিএম, ১৭ অক্টোবর, ২০২৫

তিন দফা দাবিতে জুলাই সনদ মঞ্চের সামনে জুলাই যোদ্ধারা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টা থেকে অবস্থান নিয়েছে ‘জুলাই ওয়ারিয়র্স’ নামে পরিচিত অভিযুক্ত যোদ্ধাদের একটি গ্রুপ। তারা তিন দফা দাবিতে সংসদ গেট ঘিরে অবস্থান পালন করছেন—‌জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং এসব দাবি জুলাই জাতীয় সনদ-২০২৫-এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করা।

জরিপকারি বক্তব্য অনুযায়ী, সংসদে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে বাধা দেওয়া হয় এবং পরে তারা গেটের সামনে অবস্থান নিয়ে দাবি–দাওয়ার কথাই বলছেন। তাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’ পক্ষ থেকে বলা হয়েছে, তারা চায় আহতদের কাঁধে শুধু ক্ষতচিহ্ন দেখানো না থেকে, তাদের রাষ্ট্রীয়ভাবে মান্যতা ও নিরাপত্তা নিশ্চিত করা হোক।

অভিযুক্তদের মধ্যে এক আহত নেতা জিহাদ হাসান অভিযোগ করেছেন, “সনদের পঞ্চম ধারায় জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ড উল্লেখ আছে; কিন্তু সেখানে ব্যাখ্যায় অস্পষ্টতা আছে — দুই পক্ষের ঘটনাকেও কিভাবে চিহ্নিত করা হবে তা পরিষ্কার করা হয়নি। শহীদ পরিবারদের যে সহায়তা ও নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা আহতদের ক্ষেত্রেও প্রযোজ্য করা প্রয়োজন। খসড়ায় অনেক ঘাটতি রয়েছে।” তিনি জানান, কমিশনের কাছে আপত্তি তোলা হলেও তখন তা বদলানো সম্ভব হয়নি।

জিহাদের দাবি খবরের পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিষয়টি সরকারের কাছে উত্থাপন করবেন বলে জানান; তবুও দাবি না মেনে গেলে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!