থাইল্যান্ডের একটি উৎসব চলাকালে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে তাক প্রদেশের উত্তরাঞ্চলে উমফাং এলাকায় এ হামলা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রেড ক্রস দোই লয়ফা মেলা নামের উৎসবটি প্রতিবছর উমফাং এলাকায় আয়োজন করা হয়। গতকাল শুক্রবার মেলায় দর্শনার্থীদের জমায়েতে বিস্ফোরক ছুঁড়ে মারা হয়। হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
এক বিবৃতিতে উমপাং রেসকিউ টিম জানায়, গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তারা বিস্ফোরণের খবর পায়। বিস্ফোরকটি মেলার বাইরে একটি মঞ্চের গোড়ায় এসে পড়ে। সেখানে দর্শনার্থীরা নাচছিলেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
তাইওয়ানের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।
ইমপ্রুভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে এই হামলা হয়েছে বলে জানা যায়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :