ইউরোপের ১২টি শহরে চলমান তীব্র তাপপ্রবাহে মাত্র ১০ দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ২ হাজার ৩০০ জন। একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, এই মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশ সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত।
বুধবার (১০ জুলাই) প্রকাশিত গবেষণায় বলা হয়, ২৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ইউরোপের পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক গরম অনুভূত হয়েছে। গবেষণাটি বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন ও মিলানসহ ১২টি প্রধান শহরের তথ্য বিশ্লেষণ করে। এ সময় স্পেনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং ফ্রান্সে বিভিন্ন এলাকায় দাবানল দেখা দেয়।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক বেন ক্লার্ক বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। এই অতিরিক্ত তাপই জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।”
গবেষণায় দেখা গেছে, এই ১২টি শহরের ৩ কোটিরও বেশি মানুষ তাপপ্রবাহের ঝুঁকির মধ্যে ছিলেন। গবেষকরা পূর্ববর্তী মৃত্যুর তথ্য ও স্বাস্থ্যঝুঁকির ডেটা ব্যবহার করে এই সময়ে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা নির্ধারণ করেছেন। অনেকে আগে থেকেই অসুস্থ ছিলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় তাদের অবস্থার অবনতি ঘটে।
বিশেষজ্ঞরা বলছেন, তাপপ্রবাহ সবচেয়ে বেশি প্রভাব ফেলে বয়স্ক, অসুস্থ, শিশু ও বাইরে কাজ করা শ্রমজীবী মানুষের ওপর। তাপমাত্রা মাত্র ২ থেকে ৪ ডিগ্রি বাড়লেই হাজার হাজার মানুষের জীবন হুমকির মুখে পড়ে।
ইম্পেরিয়াল কলেজের আরেক গবেষক গ্যারিফ্যালোস কনস্টান্টিনোডিস বলেন, “তাপপ্রবাহ এমন এক নীরব ঘাতক, যার প্রভাব অনেকেই টের পান না, কিন্তু এর পরিণতি ভয়াবহ হতে পারে।”
একুশে সংবাদ/জা.নি/এ.জে